Crazy discount on akhoni.com

7-zip software

ফাইল কমপ্রেশন/এক্সট্রাক্ট করার একটি কার্যকরী সফটওয়্যার ৭-যিপ এবং সাথে একটি ছোট টিউটোরিয়াল?

পোস্টটি 877 বার দেখা হয়েছে
ডিসেম্বর 13, 2012
লিখেছেনঃ
সালাম নিবেন,
আমরা ফাইল কম্প্রেসন এবং এক্সট্রাক্ট করা নিয়ে কম বেশী সবাই পরিচিত। অনেকেই বহুল প্রচলিত Winzip/Winrar ব্যাবহার করছেন, কিন্তু এগুলো ফ্রী নয় বিধায় ক্র্যাক/সিরিয়াল নিয়ে ঝামেলায় পড়তে হয়। তবু ও কিছু ফিচার অনেক ব্যাবহারকারীরা তাদের মনমত পায় না। আমি নিজে ও আগে Winzip/Winrar নিয়ে বেস্ত ছিলাম,  7-zip পাবার পর, আর অন্য কোন কম্প্রেসন টুলের দরকার পরেনি। অনেকেই হয়তবা এখন ব্যাবহার করছেন এবং জানেন এই সফটওয়্যার কি করতে পারে। তবুও যাদের ধারণা নেই, তাদের জন্য আমার এই পোস্ট।
আজ আপনাদের সাথে শেয়ার করব 7-zip-এর ডাউনলোড লিঙ্ক, এবং কি কি করতে পারবেন?
তাহলে, আসুন জেনে নেইঃ
7-zip ব্যাবহার করে 7z, XZ, BZIP2, GZIP, TAR, ZIP and WIM ফাইলে কম্প্রেস করতে পারবেন।
আর, এক্সট্রাক্ট করতে পারবেন এই ARJ, CAB, CHM, CPIO, CramFS, DEB, DMG, FAT, HFS, ISO, LZH, LZMA, MBR, MSI, NSIS, NTFS, RAR, RPM, SquashFS, UDF, VHD, WIM, XAR, EXE, এবং Z ফরমেটের ফাইলগুলো।

প্রথমে, এই http://7-zip.org/download.html লিঙ্কে যেয়ে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর, ইন্সটল করুন।
ব্যাবহারবিধিঃ
১. আর্কাইভ করা / কম্প্রেস করাঃ
নিচের ছবিটি দেখুনঃ

আপনি ইচ্ছে করলে বিভিন্ন ফরমেটে আর্কাইভ/কম্প্রেস করতে পারবেন।
২. আল্ট্রা কম্প্রেস করাঃ (যাতে আপনি আরো বেশী কম্প্রেস করতে পারবেন)
নিচের ছবিটি দেখুনঃ

৩. একটি বড় ফোল্ডারকে স্লিট করে ছোট ছোট করে আর্কাইভ/কম্প্রেস করাঃ
নিচের ছবিটি দেখুন একটি কয়েক গিগাবাইটের সাইজের ফোল্ডারকে একটি সিডির সাইজে ভাগ করে স্প্লিট করা হচ্ছে। তাছাড়া, আপনি ইচ্ছে করলে আপনার পছন্দমত সাইজ দিয়েও স্প্লীট করতে পারবেন, যেমনঃ 10M (10 Megabytes) ফাইলে ভাগ করতে পারবেন।

৪. একটি .exe/ISO ফাইলকে এক্সট্রাক্ট করাঃ
বেশী কিছু করতে হবে না, শুধুমাত্র, ফাইলের উপর Right-Click করে “Extract to…” করলেই হবে। নিচের ছবিটি দেখুনঃ


৫. .exe ফাইল হিসেবে আপনার ফোল্ডারকে কম্প্রেস করাঃ
নিচের ছবিগুলো দেখুনঃ
প্রথমে, ফাইলগুলো সিলেক্ট করুণঃ

তারপর,

এখন, চাইবেন এক্সট্রাক্ট করতে?
7-zip File Manager থেকে “- Extract” করে অথবা, যেকন কম্প্রেস করা ফাইলের উপর Right-Click করে “Extract to…” করলেই হবে।

No comments:

Post a Comment