Crazy discount on akhoni.com

usb bootable tools

কিছু বুটেবল ইউএসবি ড্রাইভ তৈরি করার সফটওয়্যার এবং ইমুউলেশন টুল?

পোস্টটি 1320 বার দেখা হয়েছে
ডিসেম্বর 17, 2012
লিখেছেনঃ
সালাম নিবেন সবাই,
ইউএসবি থেকে কম্পিউটার বুট অথবা, অপারেটিং সিস্টেম ইন্সটল করা নতুন কিছু নয়। অনেকেই অনেক ধরণের টুল ব্যাবহার করে থাকেন, এবং একেকটির একেক অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য। আজ, আপনাদের কাছে বাযারে পাওয়া প্রায় সব টুল উপস্থাপন করব, এবং সবগুলোই ফ্রী। কিছু কিছু লিনেক্সের জন্য, কিছু উইন্ডোজ, এবং কিছু মাল্টি-বুট।
আসুন তাহলে, জেনে নেই এক-এক করেঃ
উইন্ডোজ ইউএসবি বূটেবল ড্রাইভ তৈরি করার জন্যঃ
১. উইন্ডোজ ৭ USB/DVD download tool:
শুধুমাত্র উইন্ডোজ ৭-এর জন্য ব্যাবহারকৃত মাইক্রোসফটের তৈরি টুল। ডাউনলোড করতেঃ http://images2.store.microsoft.com/prod/clustera/framework/w7udt/1.0/en-us/Windows7-USB-DVD-tool.exe ক্লিক করুন।

২. WinToFlash:
একটি সহজ ইন্টাফেসের দ্বারা পরিচালিত এই সফটওয়্যার আপনাদের বুটেবল ইউএসবি ড্রাইভ করতে সাহায্য করবে। এই দিয়ে মোটামোটি সব উইন্ডোজ এবং আরো বেশ কিছু ইউএসবি বূটেবল ড্রাইব তৈরি করতে পারবেন।
ডাউনলোড করতেঃ  http://downloadserver3.wintoflash.com/distributions/Wintoflash_downloader_by_betterinstaller.exe ক্লিক করুন।

৩. A Bootable USB ২০১০ আনলিমিটেড এডিশনঃ (x86 ভার্সন)
এই ছোট টুল ব্যাবহার করে আপনি ভিস্তা/৭/৮ বুটেবল ইউএসবি ড্রাইভ তৈরি করতে পারবনে।
ডাউনলোড করতেঃ http://www.softpedia.com/get/System/Back-Up-and-Recovery/A-Bootable-USB.shtml ক্লিক করুন।

৪. A Bootable USB (x64 ভার্সন):
উপরের টুলের মত একই নাম কিন্তু এই ভার্সনে বেশ কিছু এক্সট্রা ফিচার রয়েছে। তাছাড়া, এটি ৬৪বিট ভার্সনে ও ব্যাবহার করা যাবে।
ডাউনলোড করতেঃ http://www.deviantart.com/download/155238367/A_Bootable_USB_by_Vishal_Gupta.zip ক্লিক করুন।

৫. Setup from USB:
টুলটির নাম দেখেই বুঝতে পারছেন কি করতে পারে, মূলত ভিস্তা/৭-এর জন্য প্রযোজ্য এই টুল পেতে এখানে ক্লিক করুন।

৬. OStoGO:
আরেকটি ভিস্তা/৭ ইউএসবি বুটেবল ড্রাইভ তৈরি করার সফটওয়্যার। ডাউনলোড করতেঃ http://www.softpedia.com/get/System/Boot-Manager-Disk/OStoGO.shtml
ক্লিক করুন।

৭. RMPrepUSB:
নিচের ইন্টারফেস দেখে হয়তবা ধারণা করতে পেরেছেন আপনি কি কি করতে পারবেন। মূলত সব ভার্সনের উইন্ডোজ এবং প্রায় সব লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য এই টুল প্রযোজ্য। ডাউনলোড করতেঃ http://www.rmprepusb.com/documents/rmprepusb-beta-versions/Install_RMPrepUSB_Full_v2.1.652Beta.zip?attredirects=0&d=1 ক্লিক করুন।

৮. WinSetupFromUSB:
উইন্ডোজ এবং লিনাক্স বুটেবল ইউএসবি ড্রাইভ তৈরি করার আরেকটি টুল। ডাউনলোড করতেঃ  http://www.softpedia.com/dyn-postdownload.php?p=162452&t=0&i=1 ক্লিক করুন।

মাল্টি-বুটেবল ইউএসবি তৈরি করার টুল অর্থাৎ একই সাথে উইন্ডোজ এবং লিনাক্স অথবা, একাধিক লিনাক্স ব্যাবহার করার টুলঃ
৯. YUMI – (Your Universal Multiboot Installer):
এই টুল ব্যাবহার করে আপনি একাধিক লিনাক্স অপারেটিং সিস্টেম, এন্টি-ভাইরাস সহ বিভিন্ন টুল যুক্ত করে ইউএসবি বুটেবল ড্রাইভ তৈরি করতে পারবেন।
ডাউনলোড করেতেঃ http://www.pendrivelinux.com/downloads/YUMI/YUMI-0.0.8.1.exe ক্লিক করুন।

১০. XBOOT:
অনেকটা YUMIএর মত এই টুল, তবে ইন্টারফেস তুলনা করলে XBOOT অনেকটা সহজ।
ডাউনলোড করতেঃ http://www.softpedia.com/dyn-postdownload.php?p=176802&t=4&i=1 ক্লিক করুন।

১১. SARDU:
আমার প্রিয় একটি টুল। আপনি একই ইউএসবিতে উইন্ডোজ এবং লিনাক্স বুটেবল ড্রাইভ তৈরি করতে পারবেন। তবে, ইদানিং বেশ কিছু এন্টি-ভাইরাস এতে ট্রোজান আছে বলে সনাক্ত করছে, যদিও ডেভেলপার বলেছেন কোন ট্রোজানের উপস্থিতি নাই, এতে শুধু মাত্র কিছু .vb script রয়েছে যাতে কোন ক্ষতিকারক ভাইরাস/ ট্রোজান নেই।
ডাউনলোড করতে এখানেঃ http://sarducd.it/downloads/SARDU_2.0.6.2.zip
ক্লিক করুন।

লিনাক্স ও আরো কিছু বূটেবল ইউএসবি ড্রাইভ তৈরি করার টুলঃ
১২. Universal USB Installer:
অনেকটা YUMI মত দেখতে হলে ও এটি শুধুমাত্র লিনাক্স ডিস্ট্রিবিউশনের জন্য প্রযোজ্য।
ডাউনলোড করতেঃ http://www.pendrivelinux.com/downloads/Universal-USB-Installer/Universal-USB-Installer-1.9.1.9.exe ক্লিক করুন।

১৩. Linux USB Install:
আমার আরেকটি প্রিয় টুল। আপনি উইন্ডোজ ও লিনাক্স ভার্সন পাবেন এই টুলটির এখানেঃ http://live.learnfree.eu/download । এই টুলের আরেকটি সুবিধা হচ্ছে, আপনাকে ডাউনলোড করে ইউএসবি বুটেবল ISO করা লাগবে না, আপনি ইচ্ছে করলে ইন্টারনেট থেকে সরাসরি এই টুলের মাধ্যমে ডাউনলোড করে বুটেবল ড্রাইব তৈরি করতে পারবেন।

১৪. UNetbootin:
আরেকটি ইউএসবি বূটেবল ড্রাইভ তৈরি করার টুল।
ডাউনলোড করতে নিচের লিঙ্কগুলো ক্লিক করুণঃ
http://unetbootin.sourceforge.net/unetbootin-windows-latest.exe (উইন্ডোজ)
http://unetbootin.sourceforge.net/unetbootin-linux-latest (লিনাক্স)
http://unetbootin.sourceforge.net/unetbootin-mac-latest.zip (ম্যাক OSX )

১৫. MultiSystem ( Linux ):
আপনি কি এখাধিক লিনাক্স একটি ইউএসবি ড্রাইভে রাখতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য এই টুল।
ডাউনলোড করতেঃ http://liveusb.info/multisystem/install-depot-multisystem.sh.tar.bz2 তারপর, এই ইন্সট্রাকশন দেখুনঃ http://www.pendrivelinux.com/multiboot-create-a-multiboot-usb-from-linux/

১৬. Fedora LiveUSB Creator:
শুধুমাত্র Fedora  লিনাক্স ভার্সনের জন্য প্রযোজ্য এই টুল। ডাউনলোড করতে এখানেঃ https://fedorahosted.org/releases/l/i/liveusb-creator/liveusb-creator-3.11.7.tar.bz2 (লিনাক্স)
https://fedorahosted.org/releases/l/i/liveusb-creator/liveusb-creator-3.11.7-setup.exe (উইন্ডোজ)

১৭. CD2USB:
আরেকটি কম্যান্ড-লাইন ঊটিলিটি লিনাক্স ইউএসবি বুটেবল ড্রাইভ তৈরি করার।
ডাউনলোড করতে এখানেঃ http://www.softpedia.com/dyn-postdownload.php?p=124501&t=4&i=1ক্লিক করুণ।

১৮. ISO to USB:
শুধুমাত্র উইন্ডোজ ভার্সনের জন্য প্রযোজ্য একটি সহজ টুল। ডাউনলোড করতে পারবেনঃ http://www.softsea.com/download.php?id=834266351 লিঙ্ক থেকে।

১৯. ISO to DISK:
যেকোন উইন্ডোজ ভার্সনের জন্য প্রযোজ্য আরেকটি টুল। খুব সহজ এই ইন্টারফেসে আপনি কয়েক ক্লিকেই ইউএসবি বুটেবল ড্রাইভ অথবা, ডিস্ক তৈরি করতে পারবেন।
ডাউনলোড করতেঃ http://www.top-password.com/download/ISO2DiscSetup.exe ক্লিক করুন।


উপরের আপনাদের সাথে বেশ কিছু ইউএসবি বুটেবল ডিস্ক তৈরি করার সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিলাম। কিন্তু, কিছু কিছু পুরনো অপারেটিং সিস্টেমে তা কাজ নাও করতে পারে। সেইখেত্রে আপনারা এইঃ http://www.softpedia.com/get/System/Boot-Manager-Disk/Bootable-USB-Drive-Creator-Tool.shtml
অথবা,
http://gocoding.com/page.php?al=petousb
দিয়ে কাজ করতে পারেন।
এখন, এই ইউএসবি বুটেবল ড্রাইভ কিভাবে টেস্ট করবেন?
১. তা করতে আপনি https://sites.google.com/site/shamurxboot/ ব্যাবহার করতে পারেন যা আসলে http://wiki.qemu.org/Main_Page টুলটি ব্যাবহার করে টেস্ট করার জন্য।
২. তাছাড়া, আপনি http://mobalivecd.mobatek.net/en/ এই লাইভসিডি ব্যাবহার করেও কাজ করতে পারেন।
৩. অনেকেই VirtualBox: http://www.filehippo.com/download_virtualbox/ VmWare: http://www.filehippo.com/download_vmware_player/ VirtualPC: http://www.filehippo.com/download_virtual_pc/ ব্যাবহার করেন।
আমার এই পোস্টের মূল উদ্দেশ্য আপনাদের কাছে এইসব টুল  সংক্ষেপে তুলে ধরা। বিস্তারিত জানতে আপনি প্রতিটি লিঙ্কের মেইন সাইটে দেখতে পাবেন।
…ভালো থাকুন, সুস্থ থাকুন।
…নিজে জানুন, অন্যকে জানান।

No comments:

Post a Comment